আজ কি বার শনি বার। তাই লিখবো আমি শনি সম্বন্ধে l অর্থাৎ আমার বাবার সম্বন্ধে। আজ শনি গ্রহ সম্বন্ধে দুই একটা কথা বলবো যা কিনা আমি আমার জীবনে ও ঘটতে দেখেছি। যাই হোক এবার আসল কথা তে ঢুকে পড়েছি।
শনি যদি কারোর 8,9,10,11,12 ভাবে থাকে তাহলে জাতক বন্ধু, বান্ধব, ঘর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে চাইবে। সবচেয়ে বড় কথা নিজের জাতক এর সবচেয়ে কাছের সম্পর্কের থেকে ও দূরে চলে যেতে থাকবে। জীবনের দ্বিতীয় পর্যায়ে সাধু না হয়ে ও চিন্তা ধারা অনুসারে ওই ধরণের হয়ে যাবে।
যদি শুক্র লগ্ন থেকে অষ্টম এর মধ্যে হয় তাহলে ওর ক্ষমতা কমে যায়।