ষষ্ঠ গ্রহ এর যোগ ফল:-

আমার যেমন সবাই এক সাথে মিলে মিশে একাকার হয়ে থাকি নিজের সুবিধা এবং অসুবিধা বিচার করে তেমনি গ্রহ রা ও এক সাথে এক বাসায় অর্থাৎ এক ঘরে বসে থাকে। কখনও দ্বি যোগে, তৃ যোগ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ইত্যাদি ভাবে। যাই হোক আজ বলবো ষষ্ঠ গ্রহ যোগের কথা। যেমন:- সূর্য- চন্দ্র- মঙ্গল -বুধ-বৃহস্পতি- শুক্র:-শাস্ত্রকর,ধর্ম প্রচারক, বন জঙ্গলের বাসিন্দা, বউ, পুত্র, ধন এর সাথে যুক্ত। চন্দ্র- সূর্য- বুধ- বৃহস্পতি-শুক্র-শনি:- মাথার রোগ, উন্মাদ স্বভাবের,নির্জন বাসি,বিদেশ বাসি। মঙ্গল-বুধ-সূর্য-বৃহস্পতি-শুক্র-শনি:- ভ্রমণ কারী,বুদ্ধি মান, জ্ঞানী। চন্দ্র- মঙ্গল- বুধ- বৃহস্পতি-শুক্র-শনি:- ধর্মীয় স্থানে ঘুরে বেড়ায়, ব্রত পালন করে থাকে খালি। সূর্য- চন্দ্র- মঙ্গল -বুধ-বৃহস্পতিবৃহস্পতি-শনি:- চোর, পর স্ত্রী প্রতি আসক্ত,চামড়ার রোগে আক্রান্ত, পুত্র হয়নি, মূর্খ, বিদেশ বাসি। সূর্য- চন্দ্র- মঙ্গল- বুধ- শুক্র- শনি:- খারাপ,কফে এর রোগে আক্রান্ত , যাকে সকলের নিন্দা শুনতে হয়। সূর্য-চন্দ্র-মঙ্গল-বৃহস্পতি-শুক্র-শনি:- মন্ত্রী, ধন পুত্র সহ খুশি খুশি থাকা, শান্ত চিত্ত ইত্যাদি। এছাড়াও আরো অনেক আছে,তা ও তুলে ধরার চেষ্টা করবো অন্য আরেক দিন।