মহা দশা ও অন্তর দশা :-

আজ বলবো জ্যোতিষ অনুসারে মহা দশা ও অন্তর দশা কি। মহা দশা :- প্রধান কাল খণ্ড। এই সময় সবচেয়ে বেশি জীবনে প্রভাব ফেলে। যার মধ্যে যে কোন একটা গ্রহ প্রমুখ রূপ ধরে সকল বিষয়ে প্রভাব ফেলে। সময়:- গ্রহ অনুসারে কেতু,মঙ্গল, রবি, বুধ ইত্যাদি 7 বছর আর শুক্র 20 বছর ধরে প্রথম ফেলে। উদাহরণ:- যদি কারোর শনির মহা দশা চলে তো ওই সময় সকল বিষয়ে ( শরীর, অর্থ,ঘর, পড়াশুনা, চাকুরী) তার প্রভাব উল্লেখ যোগ্য ভাবে দেখা যায়। এবার আসি অন্তর দশা সম্বন্ধ নিয়ে বলতে। অন্তর দশা :- মহা দশা এর ভিতর চলতে থাকা অন্য কোন গ্রহের কাল খণ্ড। এ এই বোঝায় যে মহা দশা এর সাথে অন্য কোন গ্রহের মিশ্রিত প্রভাব চলছে। সময়:- মহা দশা এর সময় সীমা এর উপর নির্ভর করে হয়ে থাকে। উদাহরণ:- শনির মহা দশা তে কেতু এর অন্তর দশা অর্থাৎ শনি আর কেতু এর মিলিত প্রভাব দেখতে পাব।