প্রত্যন্তর দশা এবং সূক্ষ্ম দশা :-

আজ বলবো আর ও কিছু দশা নিয়ে। যে কিনা অনেক বেশি সূক্ষ্ম। তা হলো প্রত্যন্তর দশা এবং সূক্ষ্ম দশা। প্রত্যন্তর দশা :- অন্তর দশা এর ভিতর চলতে থাকা আর ও সূক্ষ্ম প্রভাব। উপযোগ :- এটা আর ও সঠিক সময় বলার জন্য ব্যবহার করা হয়। যেমন কিনা বিবাহ কবে হবে, চাকুরী তে প্রমোশন কবে হবে ইত্যাদি বলার জন্য ব্যবহৃত হয়। উদাহরন:- শনি এর মহা দশা - বুধ এর অন্তর দশা- চন্দ্র এর প্রত্যন্তর দশা। এতে চন্দ্র এর প্রভাব কিছু মাস কিংবা কিছু সপ্তাহের। সূক্ষ্ম দশা :- প্রত্যন্তর দশাএর ভিতর চলে । এর প্রভাব বোঝা যায় দিন কিংবা সপ্তাহ এর ভিতর। উপযোগ :- এটি কোন ঘটনার সঠিক সময় বোঝার জন্য ব্যবহার করা হয়। উদাহরণ:- বিয়ের সঠিক সময়, সার্জারি এর সঠিক সময়, যাত্রা করার সঠিক সময় নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়।