অনেক সময় শুনে থাকি যে জাতক এর কাছে ও ঘর মজবুত এবং অন্য ঘর দুর্বল। তাই আজ বলবো আমরা কি করে ঘর কে মজবুত বলবো। তার কিছু নিয়ম আছে। যেমন:-
* যদি ঘর এর মালিক ঘর এই বসে থাকে।
* ভাব বা ঘর এ যদি উচ্চরাশিস্থ গ্রহ বসে থাকে।
*ভাবের মালিক নিজে কোনো উচ্চ রাশি তে বসে থাকে।
* যদি দুইটি গ্রহের রাশি পরিবর্তনের যোগ তৈরী হয় ।
* ভাবের মালিক যদি নিজের ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেয়।
* যদি ভাবের মালিক নিজের উচ্চ রাশি এর উপর পূর্ণ দৃষ্টি দেয়
* এছাড়াও যদি দুইটি গ্রহ পরস্পর একে অপরের ভাব রাশির উপর পূর্ণ দৃষ্টি দেয়।