আজ বৃহস্পতিবার। অঙ্ক জ্যোতিষ মেনে 3 নম্বর হচ্ছে বৃহস্পতির। সেই কারণেই লিখবো তার সম্পর্কে। ভালো আবার মন্দ মিলিয়ে।
3 নাম্বার হচ্ছে কথার জাদুকর আর ভাগ্যের খেলায় ওস্তাদ।
জন্ম:- 3,12,21,30। গ্রহ- বৃহস্পতি।
*বুদ্ধিমান,ভাবনা চিন্তা গভীর,কথা বার্তা তে ভালো।
*লোকেরা এঁদের কথা তে fan হয়ে যাই।
*নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং শিক্ষার আসল মানে এরা জানে।
* vision অনেক বড় আর planning ও ঠিক করে থাকে
* নিজের উপর বিশ্বাস এতো তাই যে পৃথিবী ও এর কাছে মাথা নীচু করে থাকে মনে হয়।
* যেখানে রাস্তা নই সেখানে ওর রাস্তা বানিয়ে ফেলুন।
দুর্বলতা:-
কখনো কখনো অনেক বেশি dominating করে আবার বেশি কথা বলে ফেলে।
উপায়:- বৃহস্পতিবার হলুদ জিনিস দান করুন। হলুদ রঙের ফল খান, হলুদ রঙের জামা কাপড় পড়ুন। গুরু মন্ত্র পাঠ করুন। লক্ষী নারায়ণ এর পুজো করুন।