5 নম্বর:-

আজ বার হচ্ছে বুধ বার। অঙ্ক জ্যোতিষ মেনে যদি ধরি তা হলে 5 নাম্বার হচ্ছে বুদ্ধের। তাই আজ বলবো 5 নাম্বার নিয়ে ভালো মন্দ জুড়ে। 5 নাম্বার হচ্ছে ফুর্তিবাজ আর সর্বদা হাসি খুশি নিয়ে থাকা মানুষ। জন্ম:- 5, 14,23। গ্রহ- বুধ। কথা বলতে ওস্তাদ, বুদ্ধিমান,খুব তাড়াতাড়ি কাজ করে। যেকোন পরিস্থিতিতে মানিয়ে চলা। ঘুরতে পছন্দ করে। সংযোগ কারী, বাজার আর বন্ধু বানাতে ওস্তাদ। দুর্বল জায়গা;- এক জায়গায় বসে থাকতে পারে না। খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যায়। মাথা অনেক চলে কিন্তু মন অনেক পিছিয়ে পড়ে। সবুজ কাপড় পড়তে পারে, সবুজ ফল আর সব্জি খেতে হবে। ধ্যান করতে পারেন। গণেশ এর পূজা করতে পারেন।