আজ বলবো শুক্র কে নিয়ে কারণ আজ হচ্ছে শুক্র বার। তাও আবার এমন ভাবে বলবো যাতে যুক্ত হবে অঙ্ক জ্যোতিষ। অর্থাৎ 6 নাম্বার কে নিয়ে
এরা হয় ভালো বাসা,সুখ ও স্বচ্ছন্দ জীবনের জীবনের প্রতি দুর্বল।
জন্ম:- 6,12,24। গ্রহ:- শুক্র।
* মন থেকে ভাবে ।
* সুন্দরতার পুজো করে এবং style করে ।
* সম্পর্ক অনেক গভীরে তৈরী করে এবং সবার যথাযথ খেয়াল রাখে ।
* লক্ষ্য হচ্ছে সুন্দর জীবন যাপন করা।
* আকর্ষন শক্তি এত টাই বেশি হয় যে লোক এদের উপর মোহিত হয়ে যাই।
দুর্বল:-
* খুব তাড়াতাড়ি ভাবুক হয়ে যাই।
* প্রয়োজনীয় খরচের থেকে বেশি খরচা করে।
* সবাই কে আনন্দ দিতে গিয়ে নিজের ক্ষতি করে।
উপায়:- শুক্র বার করে সুগন্ধি আর সাদা চন্দ্রন দান করুন।
যে কোন দেবী মা এর পুজো করুন।
শুক্র এর বীজ মন্ত্র পাঠ করুন।
নিজে কে ও ভাল রাখুন।